Header Ads

অনিয়ন্ত্রিত ডর

 চেনা পথে পথহারা

শত চেষ্টায় দিশেহারা 

ভুলতে চাওয়া ইয়ারকির ছলে

নীল আকাশের সাদা মেঘে লাল রং এ

বৃদ্ধ জগতের কথা আসে

সঠিক করে হয় নাই

রক্ত সঞ্চালন দেহের বাইরে

কিছু হবে না সত্যি কথা

এত করেও বোধ হয় ঘাটতি ছিল

কবে ছিলো চলে যাওয়া

অপরিপূর্ণ চিন্তা ভাবনা

হাসির ছলে ভুলে থাকা

এড়িয়ে যায় হাজার কথা

দুঃখে বিচ্ছিন্ন খণ্ড মাথা

লজ্জায় কাতর মুকুলের গন্ধ 

পিঠা গুলা শেষ হলো না টিকিট কাটা হয়ে গেলো

কে তুমি? মিথ্যা কথা।

প্রতি স্বপ্নে একি দৃশ্য 

স্বপ্ন পূরণ হয়না জগতে 

যা মনে আসে কেটে দেয়া

গরিব মানুষ উচ্চ গ্রহে।

পায়ের নিচে আকাশের সুগন্ধি 

চোখের উপর গাছের সূর্য 

হাহাকার করতে হবে স্থির থেকে

সত্যি কথা কিছু হবেনা।


No comments

Powered by Blogger.