দুঃখাবর্তন
দ্বিধাগ্রস্ত হৃদযন্ত্র, আতংকিত আত্না।
নির্লজ্জ বেহায়া কাপুরুষের একাকিত্ব।
আকাশের দিকে তাকানো মানা,
কারন চাঁদটা অভিশপ্ত।
ভোঁতা খঞ্জরের আঘাতে বিগলিত মগজ।
পৃথিবীটা আজ অভিগত গোলাকার নই,
আমার কলিজায় ভালোবাসা লিখে কেটে দেয়া ছেঁড়া কাগজ।
আবারও উজ্জ্বল চেহারায় ভয় পাওয়া চোখ,
মঙ্গলের অপেক্ষায় আমার দুঃখের স্বর্গলোক।
No comments