পরম সুখী
হাওয়ার মাঝে থেকেও শ্বাস না নিতে পারার কষ্ট দেখেছো?
সুখের দুয়ারে দাঁড়িয়ে দুঃখকে কখনো হ্যালো বলেছো?
জানালা কাচের হয়েও চাঁদের আলো ঘরে না আসতে দেখেছো?
দেখবে কী করে?
তুমি তো ঘুমের মাঝে স্বপ্নই দেখোনি।
তুমি তো কখনো নৌকায় বসে নদীতে পা-ই ডুবাওনি।
কিন্তু আমি?
আমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখেছি।
রাতের আকাশে তারা গুনেছি।
চাঁদের আলোয় মাটি ছুঁয়েছি।
বেলকুনির গ্রিল থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়েছি।
আমি রাতের অন্ধকারে স্রষ্টাকে খুঁজেছি।
কখনো কেঁদেছি, কেঁদেই গেছি।
আবার হেসেছি।
সকালের আলোয় পুনরায় বেঁচে ফিরেছি
No comments