মৃত্যুর প্রতিধ্বনি
প্রতি রাতে মৃত্যুর প্রতিধ্বনি শুনেছি।
আওয়াজহীন নিঃশব্দে শো শো শব্দ শুনেছি।
চোখের মণিতে অগ্নিকাণ্ড,
বিস্ফারিত দৃষ্টিতে মৃত্যুকে দেখেছি।
প্রতি রাতে মৃত্যুর প্রতিধ্বনি শুনেছি।
আওয়াজহীন নিঃশব্দে শো শো শব্দ শুনেছি।
চোখের মণিতে অগ্নিকাণ্ড,
বিস্ফারিত দৃষ্টিতে মৃত্যুকে দেখেছি।
No comments