আত্মার আত্নহত্যা
অপদার্থ ভষ্ম কালো চোখ
মস্তিষ্কে ধ্বংস হাহাকার গিরিখাত
বুকের মাঝে চিৎকার না পারার আফসোস
অক্ষিকোটরের কুৎসিত অন্ধকার গর্ত
হারিয়ে যেয়ে চেনা জায়গায় নগ্ন নৃত্যে মত্ত
বিষ মুখ বাঁকা হয়ে নিজের মুখে থু
আত্নার অন্তরে আত্নহত্যা
প্রতি পাপের শেষে
ব্যর্থতার কাঁটায় হৃদপিণ্ড ছিঁড়ে ক্ষোভ দিয়ে পিষে
হজমতন্ত্র গলে লালা হয়ে জিভ দিয়ে ঝরছে।
No comments