Header Ads

আত্মার আত্নহত্যা

 অপদার্থ ভষ্ম কালো চোখ

মস্তিষ্কে ধ্বংস হাহাকার গিরিখাত 

বুকের মাঝে চিৎকার না পারার আফসোস 

অক্ষিকোটরের কুৎসিত অন্ধকার গর্ত 

হারিয়ে যেয়ে চেনা জায়গায় নগ্ন নৃত্যে মত্ত

বিষ মুখ বাঁকা হয়ে নিজের মুখে থু

আত্নার অন্তরে আত্নহত্যা 

প্রতি পাপের শেষে 

ব্যর্থতার কাঁটায় হৃদপিণ্ড ছিঁড়ে ক্ষোভ দিয়ে পিষে 

হজমতন্ত্র গলে লালা হয়ে জিভ দিয়ে ঝরছে।


No comments

Powered by Blogger.