সার্থক মৃত্যু
তুমি মরু কন্যা, আমি তোমার চোখে আকাশ দেখতে পাই।
তুমি তুষার শুভ বরফ গলা ঢেউহীন সমুদ্রের পাহাড়ের চূড়া।
আমি তোমার চোখে একপশলা জলপ্রপাতের ক্ষুদ্র স্ফুলিঙ্গে জ্বলজ্বলে অগ্নুৎপাত দেখতে পাই।
তুমি মরু কন্যা, তুমি অতি সূক্ষ ভাববাচ্যে লিখিত ভালোবাসা ব্যকরণের চাক্ষুষ বন্যা।
তুমি মরু কন্যা, তোমার স্নিগ্ধ প্রেমপরায়ন উষ্ণ ঠোঁটে
আমার ঠুনকো মৃত্যুর সার্থক উদগিরণ।
No comments